ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। পুরো বিশ্বের ফুটবল প্রেমিদের এই ম্যাচটি নিয়ে থাকে বাড়তি আগ্রহ। আগামী মাসেই দেখা যাবে এই দুই দলের আরেকটি দ্বৈরথ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
ইতোমধ্যেই ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দুয়েকদিনের মধ্যে নিজেদের স্কোয়াড জানানোর কথা আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিরও। এর মধ্যেই চূড়ান্ত হয়েছে ম্যাচটিতে কে থাকবেন রেফারির দায়িত্বে।
জানা গেছে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে রেফারির দায়িত্ব পেয়েছেন ভেনুজুয়েলার হেসুস ভালানজুয়েলা। গত কোপা আমেরিকাতেও রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন আর্জেন্টিনা ও কলম্বিয়া সেমিফাইনালের দায়িত্বেও।
আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি ম্যাচ। আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিনটি ম্যাচ দিবসে হবে খেলা। আগামী ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। - ঢাকা পোস্ট