শনিবার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাদের প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি যোগ দেওয়ার পর এটিই পিএসজির প্রথম ম্যাচ। মেসি যোগ দেওয়ায় পিএসজির আক্রমণভাগ এখন আরো ভয়ানক হয়ে উঠেছে প্রতিপক্ষের জন্য।
পিএসজির ঘরের মাঠে ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচটি শুরু হবে শনিবার দিবাগত রাত ১টায়। সবার চোখ খুঁজে ফিরবে লিওনেল মেসিকে। মেসি এই ম্যাচে না খেললেও ম্যাচের আগে মাঠে ঢুকে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেই জানা গেছে।
পিএসজি যাওয়ার পর মেসির অনুশীলন পর্ব এখনো পুরোপুরি শেষ হয়নি। তাই শনিবারের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। মাঠে নামা হচ্ছে না রিয়াল মাদ্রিদ থেকে আসা সার্জিও রামোসেরও। মাঠে নামার জন্য আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তার।
ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির সম্ভাব্য লাইনআপ:
গোলরক্ষক: কেইলর নাভাস
রাইট ব্যাক: আশ্রাফ হাকিমি
সেন্টার ব্যাক: মার্কুইনহস, প্রেসনেল কিম্পেম্বে
লেফট ব্যাক: আবদু দিয়ালো
ডিফেন্সিভ মিডফিল্ডার: দানিলো পেরেইরা
সেন্ট্রাল মিডফিল্ডার: জর্জিনিয়ো উইনালডাম
সেন্ট্রাল মিডফিল্ডার: আন্দের হেরেরা
রাইট উইং: ডি মারিয়া
স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে
লেফট উইং: নেইমার
সূত্র: স্পোর্টস কিডা/ কালের কন্ঠ