বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে প্রথম অনুশীলন করলেন লিওনেল মেসি। পিএসজিতে মেসির প্রথম অনুশীলনে সতীর্থ হিসেবে ছিলেন নেইমার, সের্হিও রামোস, এমবাপ্পে, আনহেল দি মারিয়ারা। প্রথম দিনেই মেসিকে আপন করে নিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।
নতুন ক্লাব এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বৃহস্পতিবার দুই ঘণ্টা আগেই পিএসজির অনুশীলনে হাজির হন আর্জেন্টাইন এই সুপারস্টার। পিএসজির ট্রেনিং সেন্টারে প্রায় সব সতীর্থের সঙ্গেই দেখা করেছেন মেসি। কোচিং স্টাফদের সঙ্গেও কিছু সময় ব্যয় করেন।
প্রথম দিনটা পিএসজির অনুশীলনে দারুণ কাটল মেসির। রোববার ফ্রেঞ্চ লিগের ম্যাচে পিএসজি মুখোমুখি হবে স্ট্রসবার্গের বিপক্ষে। সেই ম্যাচে পিএসজির হয়ে অভিষেক হতে পারে মেসির।
সূত্রঃ যুগান্তর অনলাইন