সবকিছু যেন ভোজবাজির মতো পাল্টে গেলো। মেসির সাথে বার্সার নতুন চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা যেখানে বাকি ছিলো সেখানে নাকি এই তারকাকে এখন আর চুক্তিবদ্ধই করতে পারছে না বার্সেলোনা কর্তৃপক্ষ।
ঠিক কি এমন হলো যে ঘন্টা কয়েকের ব্যবধানে এমন পাল্টে গেলো মেসি-বার্সা পরিস্থিতি। মূল কারণটির পেছনে আছে লা লিগা এবং সিভিসির করা ইনভেস্টমেন্ট। এর পেছনে কলকাঠি নাড়তে পারেন উয়েফার প্রেসিডেন্ট সেফেরিনও!
যদিও আপাতদৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হলো লা লিগায় করা সিভিসির ইনভেস্ট, যেটা নিতে অস্বীকৃতি জানিয়েছে বার্সেলোনা। কেম্ম এই ইনভেস্টমেন্ট নিলে করোনাকালীন সময়ে হয়তো স্বল্পমেয়াদে লাভবান হবে ক্লাবটি কিন্ত ডেকে নিয়ে আসবে দীর্ঘমেয়াদী ক্ষতির প্রবল সম্ভাবনা।
কেননা এই ইনভেস্টমেন্ট নিলে আগামী ৪০ বছরের জন্য সিভিসি ১০% টিভি রাইট পেয়ে যাবে। যা কিনা কিছু বছর পরই বা দীর্ঘমেয়াদে ক্লাবগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
সিভিসির করা ইনভেস্ট থেকে বার্সার ভাগ্যে জুটছে ২৭০ মিলিয়ন ইউরো। আপদকালীন সময়ে এটা লাভজনক হলেও ভবিষ্যতে ক্ষতির পরিমাণ হবে মাত্রাতিরিক্ত।
অপরদিকে বার্সেলোনা যদি এই ইনভেস্টমেন্ট না নেয়, তাহলে মেসিকে রিনিউ করার জন্য আর্থিক নিয়মনীতি শিথিল করবে না লা-লিগা কর্তৃপক্ষ।
মূলত এই জায়গাতেই তিন পক্ষ কোনো সমাধানে আসতে পারে নি। যে কারণে হুট করেই মেসিকে বিদায় জানিয়ে দিলো বার্সেলোনা কর্তৃপক্ষ। - স্পোর্টসজোন২৪