টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

ফুটবল দুনিয়া August 3, 2021 776
টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

টোকিও অলিম্পিকের প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা দিল ব্রাজিল। পুরা ম্যাচে ব্রাজিল আধিপত্য দেখালেও টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে শেষে শেষ হাসি হেসেছে বর্তমান সোনা জয়ী দেশ ব্রাজিল।


ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের পায়ে রাখলেও মেক্সিকোর দুর্ভেদ্য জালে বল জড়াতে পারেনি ব্রাজিলিয়ানরা। নির্ধারিত নব্বই মিনিটে গোল বারে ৬ বার শট নিলেও তা রুখে দেন ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ভোগানো সেই মেক্সিকান গোলকিপার গুইলমেরো ওচোয়া।


শুধু ওচোয়াই নয়, ব্রাজিলের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মেক্সিকোর গোল পোস্ট। ম্যাচের ৮২ মিনিটে রিচার্লিসনের করা হেড ফার পোস্টে লেগে ফিরে আসলে অপেক্ষা আরো বাড়ে ব্রাজিলের।


নির্ধারিত সময় সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ব্রাজিলের আধিপত্য, তবুও কোন কিছুতেই সেই গোলের দেখা পাচ্ছিল না। অতিরিক্ত সময়ও সমতায় থাকায় খেলার নিষ্পত্তি হতে হয় টাইব্রেকারে।


টাইব্রেকারে ব্রাজিলের প্রথম শট নেন অভিজ্ঞ দানি আলভেজ, ডান পায়ের শট ডান দিকে নিলে ওচোয়া ঝাপালেও তা রক্ষা করতে পারেনি। ব্রাজিল গোল করলেও মেক্সিকোর শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান কিপার সান্তোসে ।


দ্বিতীয় শটে ব্রাজিল সফল পেনাল্টি নিলেও মেক্সিকোর দ্বিতীয় শটও ঝাপিয়ে পড়ে রক্ষা করেন সান্তোস। তৃতীয় শটেও কোনও ভুল করেনি ব্রাজিল। এদিকে নিজেদের তৃতীয় শটে এসে আর মিস করেনি মেক্সিকো।


চতুর্থ শটে গোল করতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে ব্রাজিলে এমন মুহুর্তে রেনেয়ার গোল করলে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত অলিম্পিকের ফাইনালে পা দেয় ব্রাজিল।


পুরা ম্যাচে খুব একটা পরীক্ষা দিতে না হলেও টাইব্রেকারে এসে দারুন দুটি শট ঠেকিয়ে এক প্রকার নায়ক বনে গেলেন ব্রাজিলের গোলকিপার সান্তোস। - ডেইলি স্পোর্টস বিডি