টোকিও অলিম্পিক পুরুষ ফুটবল ইভেন্টে ফাইনালে যাবার লড়াইয়ে আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আসরের দুই সেমিফাইনালই মাঠে গড়াবে আজ।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। খেলাটি সরাসরি দেখাবে সনি সিক্স স্পোর্টস চ্যানেল।
এর আগে ম্যাথিয়াস কুনহার একমাত্র গোলে মিশরকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় ২০১৬ রিও চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সর্বশেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ৩-৬ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় মেক্সিকো।
আর অন্য সেমিফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে স্পেন। খেলাটি হবে বিকাল ৫টায়। - স্পোর্টসজোন২৪