অলিম্পিকের সেমিফাইনালে কে কবে কার মুখোমুখি দেখে নিন

ফুটবল দুনিয়া August 1, 2021 1,531
অলিম্পিকের সেমিফাইনালে কে কবে কার মুখোমুখি দেখে নিন

চুড়ান্ত হয়েছে টোকিও অলিম্পিক ফুটবল ইভেন্টের সেমিফাইনালের চার দল। কোয়ার্টারের লড়াই জিতে যেখানে জায়গা করে নিয়েছে স্পেন, ব্রাজিল, জাপান এবং মেক্সিকো।


কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ মাঠে গড়ায় আজ। যেখানে প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ৫-২ গোলের জয় নিয়ে সেমিতে জায়গা করে নেয় স্পেন।


দ্বিতীয় কোয়ার্টারে নিউজিল্যান্ডকে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে জাপান।


অপরদিকে ম্যাথিয়াস কুনহার একমাত্র গোলে মিশরকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ৩-৬ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় মেক্সিকো।


সেমিফাইনালে আসা চার দল ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে আগামী ৩ জুলাই মঙ্গলবার। সেমিফাইনালে পরাজিত দুই দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য।


• এক নজরে অলিম্পিকের সেমিফাইনালের চুড়ান্ত সময়সূচি:


মেক্সিকো-ব্রাজিল [৩ জুলাই ২০২১ (মঙ্গলবার), দুপুর ২টা]


জাপান-স্পেন [৩ জুলাই ২০২১ (মঙ্গলবার), বিকাল ৫টা]


সূত্রঃ স্পোর্টসজোন২৪