মিশরকে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে ব্রাজিল

ফুটবল দুনিয়া July 31, 2021 1,030
মিশরকে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে এসেছিল সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা।


টোকিওর সাইতামা স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের প্রায় ৬৩ শতাংশ সময় তাদের পায়ে বল ছিল। ‍পুরো ম্যাচে গোলমুখে ৫ শটের মাত্র দুইটি লক্ষ্যে রাখতে পেরেছে মিশর।


অন্যদিকে ব্রাজিল ১২ শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যে রাখে। ম্যাচে ফাউল সংখ্যায় এগিয়ে ছিল মিশর। তাদের ১৪ ফাউলের বিপরীতে ১০টি ফাউল করেছে ব্রাজিল। - ঢাকা পোস্ট