অলিম্পিকের কোয়ার্টারে কে কবে কার মুখোমুখি দেখে নিন

ফুটবল দুনিয়া July 29, 2021 1,191
অলিম্পিকের কোয়ার্টারে কে কবে কার মুখোমুখি দেখে নিন

টোকিও অলিম্পিকের এবারের আসরে ফুটবল ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। সেই সাথে নিশ্চিত হয়ে গেছে কোন ৮টি দল পরের রাউন্ডে উত্তীর্ণ হলো। মোট ১৬টি দল ৪টি গ্ৰুপে ভাগ হয়ে অলিম্পিকে যাত্রা শুরু করে।


প্রত্যেকটি দল সমান ৩টি করে ম্যাচ খেলার পর গ্ৰুপের সুরা দুই দল টিকেট পেলো শেষ আটের। অপরদিকে তলানিতে থাকা দুই দল বিদায় নিলো প্রথম রাউন্ড থেকেই।


টোকিও অলিম্পিকের এবারের আসরে সেরা ৮ এ জায়গা নিশ্চিত করা দলগুলো হলো: ব্রাজিল, স্পেন, আইভরিকোস্ট, জাপান, নিউজিল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকো।


আগামী ৩১ জুলাই সেমিফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামবে দলগুলো। এক নজরে দেখে নিন কোয়ার্টার ফাইনাল লাইনআপ ও চুড়ান্ত সময়সূচি-


স্পেন বনাম আইভরিকোস্ট


৩১ জুলাই, দুপুর ২টা।


জাপান বনাম নিউজিল্যান্ড


৩১ জুলাই, দুপুর ৩টা।


ব্রাজিল বনাম মিশর


৩১ জুলাই, দুপুর ৪টা।


সাউথ কোরিয়া বনাম মেক্সিকো


৩১ জুলাই, বিকাল ৫টা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪