অলিম্পিকের গ্রুপ পর্বেই বিদায় জার্মানি-ফ্রান্স-আর্জেন্টিনার

ফুটবল দুনিয়া July 28, 2021 938
অলিম্পিকের গ্রুপ পর্বেই বিদায় জার্মানি-ফ্রান্স-আর্জেন্টিনার

টোকিও অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বেই ঘটেছে বড় কয়েকটি অঘটন। স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে আসা বাঘাবাঘা কয়েকটি দল বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। এই তালিকায় আছে জার্মানি, আর্জেন্টিনা এবং ফ্রান্সের মতো জায়ান্ট দলের নাম।


ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিনটি দলের মধ্যে আজ সর্বপ্রথম বিদায় নিশ্চিত হয় জার্মানীর। দুপুরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে ড্র করায় প্ৰথম রাউন্ড থেকেই বিদায় নেয় ডাইমেনশেফটরা।


অপরদিকে কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনা তাদের বয়সভিত্তিক দল নিয়ে সফল হতে পারেনি এবারের অলিম্পিকে। মিশরের সমান ৪ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আলবেসিলেস্তেরা।


আর এবারের অলিম্পিকে বাজে সময় কাটানো ফ্রান্সের বিদায়টা হয়েছে আরও লজ্জাজনক। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ফরাসীরা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪