স্পেনের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া July 28, 2021 1,070
স্পেনের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে যেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিততেই হতো মিশর ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছিল। তবুও শেষ আটে যেতে স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে হারাতেই হতো আলবিসেলেস্তেরা। তারা সেটা পারল না, ১-১ গোলে ড্র করেও বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।


আর্জেন্টিনার বিদায়ের দিনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মিশর অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচ শুরুর আগেও পয়েন্ট তালিকায় চার দলের মধ্যে সবার শেষে ছিল তারা। কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দুইয়ে উঠে এসেছে। স্পেনের সঙ্গী হয়ে পরের রাউন্ডেও পৌঁছেছে মিশর।


সূত্রঃ ঢাকা পোস্ট