অলিম্পিকে আর্জেন্টিনার স্কোয়াডে আছেন যারা

ফুটবল দুনিয়া July 18, 2021 2,582
অলিম্পিকে আর্জেন্টিনার স্কোয়াডে আছেন যারা

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২২ তারিখে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচটি।অলিম্পিককে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তা।


অলিম্পিকের নিয়মানুসারে দলে ২৪ বছর বয়সের উর্ধ্বে তিনজন খেলোয়াড় রাখার সুযোগ পাবে প্রতিটি দল। সেই সুযোগ থাকা সত্ত্বেও দলে একজনের বেশি সিনিয়র খেলোয়াড় রাখেননি কোচ বাতিস্তা। একমাত্র সিনিয়র হিসেবে সুযোগ পেয়েছেন স্প্যানিশ ক্লাব কাদিজের গোলরক্ষক জেরেমাই লেদেসমা।


অস্ট্রেলিয়া ম্যাচের পর আর্জেন্টাইনরা খেলবে ২৫ জুলাই দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে। আর শেষ ম্যাচে ২৮ জুলাই তাদের প্রতিপক্ষ স্পেন।


আর্জেন্টিনা স্কোয়াড:


গোলরক্ষক: জেরেমিয়াস লেদেসমা, লাউতারো মোরালেস, জ্যাকুইন বিয়াজকুয়েজ।


ডিফেন্ডার: হের্নান ডি লে ফুয়েন্তে, মার্সেলো হেরেরা, নেহুয়েন পেরেজ, লিওনেল মোসেভিচ, ফাকুন্দো মেদিনা, ফ্রানসিস্কো ওরতেগা, ক্লদিও ব্রাভো।


মিডফিল্ডার: ফুস্তো ভেরা, সান্তিয়াগো কলম্বাত্তো, টমাস বেলমন্তে, মার্টিন পায়েরো, থিয়াগো আলমাদা, এজেকুয়েল বার্কো।


ফরোয়ার্ড: কার্লোস ভেলেনজুয়েলা, পেদ্রো ডি লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অগাস্টিন উর্জি, এডোফো গাইচ, এজেকুয়েল পোনসে।


সূত্রঃ এসএনপি স্পোর্টস