সেইফাইনালের মত ইউরো-২০২০ ফাইনালেএ নিষ্পত্তি জলো টাইব্রেকারে। আর সেখানে আবারো ইতালির জয়। ঘরের মাঠে ইংল্যান্ডের সমস্ত স্বপ্ন চূর্ণ হলো টাইব্রেকারে ওয়েম্বলিতে ৫৩ বছর পর আবারও (দ্বিতীয়বার) ইউরোর শিরোপা উঠলো ইতালির হাতে।
এদিন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার মাত্র ২ মিনিটেই দ্রুততম গোল করার রেকর্ড গড়ে ইংল্যান্ডকে এগিয়ে নেনে লুক শ। প্রথমার্ধের এই লিড নিয়েই মাঠ ছাড়ে তারা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে লিওনার্দো বনোচির গোলে সমতায় ফেরে ইতালি। শেষমেশ এই ১-১ সমতাতে নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট পার হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় পায় ইতালি, আর ৫৩ বছর পর ইউরোর চ্যাম্পিয়ন হয়।
সূত্রঃ স্পোর্টসজোন২৪