ফাইনালে মার্টিনেজকে নি’ষিদ্ধ করার আবেদন কলম্বিয়ার

ফুটবল দুনিয়া July 10, 2021 4,099
ফাইনালে মার্টিনেজকে নি’ষিদ্ধ করার আবেদন কলম্বিয়ার

কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কলম্বিয়া। কিন্ত পরাজিত হওয়ার পরও এখনও লাইমলাইটে দলটি। এবার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাইনালে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে লাতিন দলটি।


বাংলাদেশ সময় গত বুধবার মাঠে গড়ানো দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে পরাজিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচে তিন তিনটি পেনাল্টি বাঁচিয়ে একাই কলম্বিয়ার বিদায়ঘণ্টা বাজান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।


পেনাল্টি শুট আউটের সময় দুই গোলরক্ষকের মধ্যে মার্টিনেজকে একটু বেশিই ফুরফুরে দেখা যায়। কলম্বিয়ান ফুটবলারদের নিয়ে নানা ধরনের মন্তব্যও করেন তিনি।


তার এই আচরণ মনঃপুত হয়নি কলম্বিয়ার। ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে মার্টিনেজকে ফাইনালে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে দলটির কর্তারা। - স্পোর্টসজোন২৪