ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে রেফারি হিসেবে থাকবেন যারা

ফুটবল দুনিয়া July 8, 2021 1,200
ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে রেফারি হিসেবে থাকবেন যারা

শিরোপা নির্ধারণী ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা। ফুটবল দুনিয়া যেন ভাগ হয়েছে দুই ভাগে। শুধু কথার লড়াই নয়, মাঠের লড়াইয়েও জিততে মরিয়া দু'দল।


দুই দলের লড়াইয়ে চাই নিখুঁত রেফারিং। কিন্তু এই হাইভোল্টেজ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন কে? সেটাও তো জানা দরকার সমর্থকদের।


ফাইনালে রেফারির গুরুদায়িত্ব পালন করবেন উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচ। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।


কোপা আমেরিকার আয়োজক সংস্থা-কনমেবল নিশ্চিত করেছে এ খবর। এস্তেবানের পাশাপাশি লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লোস বারেইরো এবং মার্টিন সোপি। আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন আন্দ্রেস কুনহা।


২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকাভুক্ত হয়েছেন এস্তেবান। চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি।


ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এছাড়া পেরু-কলম্বিয়া ম্যাচের দায়িত্বেও ছিলেন এস্তেবান। সবশেষ পেরু ও প্যারাগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনালেও দেখা গিয়েছে তাকে।


সূত্রঃ সময় টিভি অনলাইন