

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচে আর্জেন্টাইন আর আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির দায়িত্ব পাওয়ার খবরটি ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন তুলেছিল বেশ। ধারণা করা হচ্ছিল, সেমিফাইনালেও হয়তো আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচে দায়িত্বে থাকবেন দুই দেশের রেফারিরা।
সেই ধারণা সত্য প্রমাণিত হয়নি। দুই সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে থাকছেন চিলি ও ভেনেজুয়েলার দুই রেফারি। এমনকি মূল রেফারির সহকারী হিসেবেও থাকছেন না ব্রাজিল-আর্জেন্টিনার কেউ। চিলি-ভেনেজুয়েলার পাশাপাশি বলিভিয়া ও প্যারাগুয়ে থেকে থাকছেন বাকি ম্যাচ অফিসিয়ালরা।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় হতে যাওয়া ব্রাজিল-পেরুর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচে মূল রেফারির দায়িত্বে থাকবেন চিলির রবার্তো তোবার। পরদিন সকাল সাতটায় হতে যাওয়া আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমির দায়িত্ব পালন করবেন ভেনেজুয়েলার হেসুস ভ্যালেনজুয়েলা।
ব্রাজিল-পেরু ম্যাচে ভিডিও এসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকবেন প্যারাগুয়ের দারলিস লোপেজ। অন্যদিকে আর্জেন্টিনার ম্যাচে এ দায়িত্ব পালন করবেন চিলির হুলিও বাসকুনান। - জাগোনিউজ২৪









