ইউরোর শেষ ষোলোয় কে কবে কার মুখোমুখি দেখে নিন

ফুটবল দুনিয়া June 24, 2021 1,047
ইউরোর শেষ ষোলোয় কে কবে কার মুখোমুখি দেখে নিন

হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনা, আবেগকে সঙ্গী করে শেষ হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০’র গ্রুপ পর্বের খেলা। ছয়টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল উঠেছে শেষ ষোলোতে। একই সাথে তৃতীয় হয়ে সমীকরণের হিসেবে শেষ ষোলোতে জায়গা পেয়েছে আরও চার দল। মোট ষোলো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে শেষ ষোলো রাউন্ড।


গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোতে স্থান পেয়েছে ইতালি, ওয়েলস ও সুইজারল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে শেষ ষোলোতে স্থান পেয়েছে বেলজিয়াম ও ডেনমার্ক। গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোর টিকেট পেয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ইউক্রেন।


গ্রুপ ‘ডি’ থেকে পরবর্তী রাউন্ডে সুযোগ পেয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র। গ্রুপ ‘ই’ থেকে শেষ ষোলোর টিকেট পেয়েছে সুইডেন ও স্পেন। গ্রুপ ‘এফ’ ছিল এবারের আসরে ডেথ গ্রুপ। সেই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছে বড় তিন দল ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল।


সময়সূচি:


২৬ জুন, শনিবার: ওয়েলস বনাম ডেনমার্ক, রাত ১০টা

২৭ জুন, রবিবার: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, রাত ১০টা ও ইতালি বনাম অস্ট্রিয়া, রাত ১টা।

২৮ জুন, সোমবার: ক্রোয়েশিয়া বনাম স্পেন, রাত ১০টা ও বেলজিয়াম বনাম পর্তুগাল, রাত ১টা।

২৯ জুন, মঙ্গলবার: ইংল্যান্ড বনাম জার্মানি, রাত ১০টা ও ফ্রান্স বনাম সুইজারলান্ড, রাত ১টা।

৩০ জুন, বুধবার: সুইডেন বনাম ইউক্রেন, রাত ১টা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪