আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া June 21, 2021 647
আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মাঠে নামছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬ টায় প্যারাগুয়ের বিপক্ষে লড়বে আলবেসিলেস্তেরা। খেলাটি সরাসরি দেখা যাবে সনি টেন ২ চ্যানেলে।


সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে আর্জেন্টিনা। এবার তাদের লক্ষ্য প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ আটের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া।


প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটা মোটেই সহজ হবে না আর্জেন্টিনার জন্য। কেননা এবারের কোপায় শুরুটা ভালো করেছে তারাও। কোপা আসলে জ্বলে ওঠার পুরোনো অভ্যাস আরও একবার মাঠের খেলায় দেখিয়েছে দলটি।


প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে পূর্ন তিন পয়েন্ট অর্জন করে প্যারাগুয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। যাদের সামর্থ্য আছে নিজেদের দিনে যেকোন দলকে বিপাকে ফেলার।


অপরদিকে চিলির বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে কক্ষপথে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছে আর্জেন্টিনা। প্যারাগুয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালের পথে বেশ খানিকটা এগিয়েও যাবে লিওনেল স্কালোনির দল।


কি হবে আগামীকাল সকালের ম্যাচে জয় পাবে আর্জেন্টিনা, নাকি তাদেরকে আটক দিয়ে কোপায় নিজেদের সুসময় অব্যাহত রাখবে প্যারাগুয়ে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত!


সূত্রঃ স্পোর্টসজোন২৪