যে কারনে ডাক্তারের উপর রেগে গিয়েছিলেন মেসি

ফুটবল দুনিয়া June 19, 2021 797
যে কারনে ডাক্তারের উপর রেগে গিয়েছিলেন মেসি

কোপা আমেরিকার ম্যাচে শনিবার ভোরে উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন গাইদো রদ্রিগেজ। এই জয়ের ফলে কোপা আমেরিকার গ্রুপ এ এর শীর্ষে উঠে গেছে মেসিরা।


উরুগুয়ের বিপক্ষে ম্যাচের তখন চলছে ৪২ মিনিট। মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন লিওনেল মেসি। এগিয়ে এলেন সতীর্থও। অধিনায়কের পা টেনে কমাতে চাইলেন ব্যথা।


খানিক বাদে এলেন ট্রেইনার। কিন্তু রেগে গেলেন মেসি, কেন? কারণ জাহাজ ছেড়ে যেতে চান না দক্ষ এই নাবিক!


সূত্রঃ ঢাকা পোস্ট