আর্জেন্টিনার জন্য এ জয়টা গুরুত্বপূর্ণ ছিলোঃ মেসি

ফুটবল দুনিয়া June 19, 2021 723
আর্জেন্টিনার জন্য এ জয়টা গুরুত্বপূর্ণ ছিলোঃ মেসি

করোনা বিরতি থেকে ফেরার পর থেকেই যেন একটা সিন্দাবাদের ভূত সওয়ার হয়েছিল আর্জেন্টিনার কাঁধে। এগিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু গোলের দেখা আর পাচ্ছিল না দলটি। এরপর আচমকা গোল হজম করে পয়েন্ট খুইয়েছে তিন ম্যাচে।


সে শঙ্কা উরুগুয়ের বিপক্ষে উড়িয়ে দিয়েই লিওনেল মেসিরা ফিরেছেন জয়ে। পেয়েছেন ১-০ গোলের জয়। টানা ড্রয়ে বিপর্যস্ত দলের জন্য তো বটেই, এই জয়টা মেসির কাছে ভিন্ন একটা কারণেও বেশ গুরুত্বপূর্ণই ঠেকল।


চলতি কোপা আমেরিকায় লড়াইটা দশ দলের। প্রথম রাউন্ড পাঁচ দলের গ্রুপ থেকে শেষ আটে যাবে চার দল। ফলে খুব খারাপ না করলে দলের নকআউট প্রায় নিশ্চিতই। আর তাই উরুগুয়ের বিপক্ষে এই জয়ও খুব একটা পার্থক্য গড়ে দেবে না টুর্নামেন্টের চিত্রে।


তবু মেসি এই জয়কে দেখছেন ভিন্ন গুরুত্ব দিয়েই। আগের তিন ম্যাচে আর্জেন্টিনা জয়ের মুখ থেকেও ফিরে এসেছে গোল হজম করেছে, খুইয়েছে পয়েন্ট। কিন্তু এ ম্যাচে তা হয়নি।


টানা ড্রয়ের পর এমন এক জয় নিশ্চিতভাবেই দলকে এনে দেবে বাড়তি মনোবল। লিওনেল মেসির কাছে তাই এই জয়ের মাহাত্ম্য বেশ। ম্যাচ শেষে রিকভারি সেশনের একটা ছবি ফেসবুকে পোস্ট করে মেসি জানালেন তেমনটাই।


লিখলেন, 'এই জয়টা খুব গুরুত্বপূর্ণই ছিল। আমাদের সামনে কঠিন এক সময় আসছে। তার আগে এটা আমাদেরকে মানসিক শান্তি দেবে।'


সূত্রঃ ঢাকা পোস্ট