উরুগুয়েকে হারিয়ে 'এ' গ্রুপ এর শীর্ষে উঠলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া June 19, 2021 1,265
উরুগুয়েকে হারিয়ে 'এ' গ্রুপ এর শীর্ষে উঠলো আর্জেন্টিনা

কোপা আমেরিকার ম্যাচে শনিবার ভোরে উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন গাইদো রদ্রিগেজ। এই জয়ের ফলে কোপা আমেরিকার গ্রুপ এ এর শীর্ষে উঠে গেছে মেসিরা।


ম্যাচের ১৩তম মিনিটে বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন