নিজেদের কোপা শুরুর মিশনের দিনে এগিয়ে গিয়েও জয় পেলো না আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে লিড নেওয়া দলটি চিলির বিপক্ষে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুুষ্ট থাকতে হয়েছে। প্রথমার্ধে লিড নেওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি।
পেনাল্টি থেকে গোল আদায় করে আর্জেন্টিনার জয় আটকে দিয়েছে চিলি। সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। পরিসংখ্যানে জয়ের দিক দিয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও চিলির বিপক্ষে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি।
বি গ্রুপের আর্জেন্টিনা-চিলির ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। অধিনায়ক লিওনেল মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি। বিরতির পর উল্টো ছন্দ হারায় দলটি।
প্রতিপক্ষকে আটকাতে ডি বক্সের মধ্যে ফাউল করেন আর্জেন্টাইন এক ফুটবলার। পেনাল্টি থেকে গোল আদায় করে এক পয়েন্ট নিজেদের ঝুলিতে নিয়েছে চিলি।
ম্যাচের ৩৩তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ একটি গোল করেন মেসি। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গেছে আর্জেন্টাইনরা। ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করছে চিলি। সাফল্যেরও দেখা পেয়ে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ম্যাচের ৫৭তম মিনিটে নিজেদের বক্সে চিলির ভার্গাসকে ফেলে দেন নিকোলাস তাগলিয়াফিকো। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
ভিদালের নেওয়ার পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন মার্তিনেস। কিন্তুু ফিরতি শটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে এদয়ার্দো ভার্গাস। ম্যাচে সমতায় ফেরে চিলি।
১-১ গোলে ড্র থাকা ম্যাচটিতে জয় সূচক গোল আদায়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা করে দু’দল। তবে শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি। আর্জেন্টিনাকে তাই ড্র নিয়েই সন্তুুষ্ট থাকতে হয়েছে।
আজকের ম্যাচের আগে দুই দলের মধ্যে হওয়া ৯৩টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনাই জিতেছে ৬১ ম্যাচ, ড্র হয়েছে ২৪টি খেলা। চিলি মেসিদের বিপক্ষে মাত্র ৮টি ম্যাচ জিততে পেরেছে। যার মধ্যে রয়েছে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দুটি।
সূত্রঃ এসএনপি স্পোর্টস