ইউরো ২০২০ এর দ্বিতীয় ম্যাচটি ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচ চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়া ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে তোলপাড় গোটা ফুটবলবিশ্ব। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের এখন পর্যন্ত খবর, হৃদযন্ত্রের সমস্যার কারণেই মাঠে অসুস্থ হয়ে পড়েন এই ড্যানিশ মিডফিল্ডার।
যে কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি স্থগিত করে দেয় উয়েফা। তবে রাত ১০টা ৪৫ মিনিটে স্থগিত হয়ে যাওয়া সেই ম্যাচ ফের শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে। ম্যাচটি পরিত্যাক্ত হওয়ার কথাই ছিল। তবে ফের ম্যাচ শুরু হওয়ার নেপথ্য নায়ক সেই এরিকসেনই।
হাসপাতাল থেকেই ভিডিও কল দেন এরিকসেন। ম্যাচটি চালিয়ে নিতে উয়েফার কাছে অনুরোধ জানান। সতীর্তদের জানান, শঙ্কা কেটে গেছে, তিনি আপাতত বিপদমুক্ত। প্রিয় সতীর্থের সেই অনুরোধ আর ফেলতে পারেনি ডেনমার্ক। উয়েফাও দ্বিতীয়ার্ধ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়।
সূত্রঃ যুগান্তর অনলাইন