কোপা আমেরিকায় ব্রাজিলের ম্যাচগুলোর সময়সূচি

ফুটবল দুনিয়া June 12, 2021 1,214
কোপা আমেরিকায় ব্রাজিলের ম্যাচগুলোর সময়সূচি

ইতালির রাজধানী রোমে জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠেছে ইউরো ২০২০-এর। এবার মাঠে গড়ানোর অপেক্ষা কোপা আমেরিকার। পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার অন্যতম এই ফুটবল টুর্নামেন্টের।


গতবারের মতো এবারও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মাটিতে হবে কোপা আমেরিকার লড়াই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোপায় ব্রাজিলের ম্যাচগুলোর সময়সূচি। (বাংলাদেশের সময় অনুযায়ী)


• কোপা আমেরিকার ব্রাজিলের ম্যাচগুলোর সময়সূচি


১৪ জুন,২১ – ব্রাজিল-ভেনেজুয়েলা (ভোর ৩টা)


১৮ জুন,২১ – ব্রাজিল-পেরু (ভোর ৬টা)


২৪ জুন,২১ – ব্রাজিল-কলম্বিয়া (ভোর ৬টা)


২৮ জুন,২১ – ব্রাজিল-একুয়েডর (ভোর ৩টা)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪