ইতালির রাজধানী রোমে জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠেছে ইউরো ২০২০-এর। এবার মাঠে গড়ানোর অপেক্ষা কোপা আমেরিকার। পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার অন্যতম এই ফুটবল টুর্নামেন্টের।
গতবারের মতো এবারও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মাটিতে হবে কোপা আমেরিকার লড়াই। যদিও শুরুতে হবার কথা ছিল আর্জেন্টিনায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোপায় লিওনেল মেসির আর্জেন্টিনার ম্যাচগুলোর সময়সূচি। (বাংলাদেশের সময় অনুযায়ী)
• কোপা আমেরিকার আর্জেন্টিনার ম্যাচগুলোর সময়সূচি
১৫ জুন,২১ – আর্জেন্টিনা-চিলি (ভোর ৩টা)
১৯ জুন,২১ – আর্জেন্টিনা-উরুগুয়ে (ভোর ৬টা)
২২ জুন,২১ – আর্জেন্টিনা-প্যারাগুয়ে (ভোর ৬টা)
২৯ জুন,২১ – বলিভিয়া-আর্জেন্টিনা (ভোর ৬টা)।
সূত্রঃ স্পোর্টসজোন২৪