কোপা আমেরিকা নিয়া সব গুঞ্জনের ইতি হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডে প্যারাগুয়েকে হারানোর পর প্রতিযোগিতায় ব্রাজিলের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে নেইমাররা। এবার শুধু বাকি ছিলো সেলেসাওদের স্কোয়াড।
ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে সেই কাজটিও সেরে নিলেন ব্রাজিল কোচ তিতে। চার দিন পর অনুষ্ঠিতব্য মহাদেশীয় লড়াইয়ের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। তিতের ২৪ সদস্যের স্কোয়াডে নেই কোন বড় চমক। বিশ্বকাপ বাছাইপর্বের নিয়মিত ফুটবলাররাই জায়গা পেয়েছে চূড়ান্ত স্কোয়াডে।
চোটের কারণে দলে নেই অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ, তার জায়গায় ডাক পেয়েছেন সদ্য বার্সায় যোগ দেওয়া এমারসন। বিশ্বকাপ বাছাইপর্বে দলের স্কোয়াডে থাকলে কোপা আমেরিকার স্কোয়াডে ডাকা হয়নি বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোকে।
তার জায়গায় ডাক পেয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপে। গেল কোপা আমেরিকায় খেললেও এবার আর ব্রাজিল দলে সুযোগ হয়নি মার্সেলো ও ফিলিপ কৌতিনহোর। ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানীর পরও তিতের স্কোয়াডে নেই তরুণ উইংগার রাফিনহা।
বিশ্বকাপ বাছাইপর্বের টানা ছয় জিতে উড়ন্ত ফর্মে আছে ব্রাজিল। ঘরের মাঠে কোপা আমেরিকা ধরে রাখার অভিযানে নামার আগে শেষ দুটো ম্যাচে জয়ে বেশ আত্মবিশ্বাসী তিতের দল।
আগামী ১৪ই জুন বাংলাদেশ সময় ভোর তিনটায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল কোপা আমেরিকা ক্যাম্পেইন শুরু করবে। গ্রুপ ‘বি’ তে স্বাগতিকদের বাকি প্রতিপক্ষরা হল- কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।
এক নজরে কোপা আমেরিকার ব্রাজিল দল:
• গোলরক্ষক:
অ্যালিসন (লিভারপুল), ওয়েইভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)
• ডিফেন্ডার:
দানিলো (জুভেন্টাস), এমারসন ( বার্সেলোনা), ফেলিপে (অ্যাথলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাথলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি)
• মিডফিল্ডার:
ক্যাসিমেরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)
• ফরোয়ার্ড:
এভারটন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (এভারটন)।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি