আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ফুটবল দুনিয়া June 8, 2021 785
আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে তাদেরই মাঠে খেলবে তিতের দল। বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে শুরু হবে দুই দলের লড়াই।


দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে এখনো পর্যন্ত একমাত্র দল হিসেবে পাঁচটি ম্যাচের সবগুলোই জিতেছে ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল আগামীকাল টানা ৬ষ্ঠ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।


এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আছে প্যারাগুয়ে।


এই ম্যাচে জিতলে বাছাইপর্বে নিজেদের খেলা সবগুলো ম্যাচের জয়ের সুখ স্মৃতি নিয়েই কোপা আমেরিকার লড়াইয়ে মাঠে নামতে পারবে দলটি। - স্পোর্টসজোন২৪