যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

ফুটবল দুনিয়া June 7, 2021 679
যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের ওপর দাঁড়িয়ে এখন দেশের ফুটবল। এখানে পয়েন্টের প্রত্যাশার সঙ্গে আছে আশা ভঙ্গের ভয়। আশা-নিরাশার এই দোলাচলকে সঙ্গী করে আজ দোহায় জামাল ভূঁইয়ারা মুখোমুখি হবে ভারতের।


জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২।


কদিন আগে একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে জেমি ডে’র দল জানিয়ে দিয়েছে, জয়ের ক্ষুধাটা আগের মতোই আছে, ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে তারা।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন