চলতি আন্তর্জাতিক বিরতিতে বেশ ব্যস্ত সময় পর করবে বিশ্বের নামীদামী সবগুলো দল। দক্ষিণ আমেরিকার কথা যদি বলা যায় তাহলে তাদের মাঠে নামতে হবে দুইটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। শুধু তাই নয় তারপর রয়েছে আরও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা।
কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে সেই ম্যাচের পর তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
চিলির বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে ৩ জুন (বাংলাদেশ সময় ৪ জুন শুক্রবার, সকাল ৬টায়)। এরপর আগামী ৯ জুন বুধবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিরা। সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫ টায়।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে সময়টা বেশ ভালোই কাটাচ্ছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচের ৩ টিতে জয়লাভ করে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আলবেসিলেস্তেরা। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।
সূত্রঃ স্পোর্টসজোন২৪