আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর

ফুটবল দুনিয়া May 31, 2021 791
আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর

আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই শুরু হতে যাওয়া কোপা আমেরিকা নিয়ে এবার তৈরি হলো নতুন ধোঁয়াসা। দুই আয়োজক আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে শেষোক্ত দেশটি আগেই নিজেদের সরিয়ে নিলেও মহাযজ্ঞ নিজেদের দেশে আয়োজনে প্রস্তুত ছিলো আর্জেন্টিনা। যদিও আজ তাদেরকেও টুর্নামেন্ট আয়োজন থেকে সরিয়ে দিলো দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।


সপ্তাহ খানেক আগে দক্ষিণ আমেরিকার কয়েকটি নামীদামী সংবাদ মাধ্যম অবশ্য জানিয়েছিলো আর্জেন্টিনার বদলে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা। যদিও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেই দাবি নাকচ করে দেওয়া হয়।


এবার আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পথে থাকায় রাগ-ঢাক রেখে নিজেরাই কোপার আয়োজক নিয়ে বিবৃতি দিলো কনমেবল। তারা জানিয়েছে, চলমান করোনা পরিস্থিতিতে কোনভাবেই আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন সম্ভব নয়।


নতুন আয়োজক দেশ নিয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও ধারণা করা হচ্ছে যথা সময়ে মাঠে গড়ালে দক্ষিণ আমেরিকার বাইরেই হতে যাচ্ছে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। সেই তালিকায় সবার উপরেই থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম।


সূত্রঃ স্পোর্টসজোন২৪