চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। শনিবার ম্যানসিটিকে ১-০ গোলে হারায় তারা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কখনোই গোলের দেখা পায়নি।
তবে সঠিক সময় কাই হাভার্টজ স্কোর করে দলকে উপহার দিলেন শিরোপা। রাতে ম্যাচের ৪২তম মিনিটে গোলরক্ষক মঁদির বাড়ানো বল মাঝমাঠ থেকে হাভার্টজের উদ্দেশে থ্রু পাস বাড়ান ম্যাসন মাউন্ট।
বিপদ কাটাতে বক্সের বাইরে বেরিয়ে যান প্রতিপক্ষের গোলকিপার গোল কিপার এদেরসন, বিপরীতে ফাঁকা বল জড়িয়ে স্কোর করেন হাভার্টজ। শেষ পর্যন্ত ওই গোলেই নির্ধারণ হয় শিরোপা। ইউরোপ-সেরার মুকুট লাভ করে চেলসি।
সূত্রঃ যমুনা টিভি অনলাইন