চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি কতো জানেন কি?

ফুটবল দুনিয়া May 29, 2021 747
চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি কতো জানেন কি?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাত ১টায় পর্তুগালের এস্তাদিও দ্রো দ্রাগাও স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১৯ মিলিয়ন বা ১ কোটি ৯০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৬ কোটি টাকা। আর রানার আপ দল পাবে ৪ মিলিয়ন বা ৪০ লাখ ইউরো বা কোটি ৫০ লাখ ইউরো।


গ্রুপপর্বে প্রতি ম্যাচ জয়ে ২.৭ মিলিয়ন বা ২৭ লাখ ইউরো করে দেয় উয়েফা। প্রতি ড্রয়ের জন্য থাকে ৯ লাখ ইউরো। শেষ ষোলোতে জিতে কোনো দল কোয়ার্টার ফাইনালে উঠলেই পায় ৯৫ লাখ ইউরো। কোয়ার্টার ফাইনাল জিতলে পায় ১ কোটি ৫ লাখ ইউরো। সেমিফাইনাল জিতলে ১ কোটি ২০ লাখ।


গ্রুপপর্বে সিটি ৫ ম্যাচ জয়ের পাশাপাশি এক ম্যাচ ড্র করেছে। অর্থাৎ এর মধ্যেই তারা ৬০ মিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। চেলসি গ্রুপপর্বে জিতেছে চার ম্যাচ, সঙ্গে দুটি ড্র। অর্থাৎ তারা আয় করেছে ৬০ মিলিয়ন ইউরোর নিচে।


সূত্রঃ যুগান্তর অনলাইন