কাতার বিশ্বকাপ ২০২২ – এর বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে আসছে মাসের শুরুতেই মাঠে নামতে যাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই দুই ম্যাচ সামনে রেখে একে একে আর্জেন্টিনায় পাড়ি জমানো শুরু করেছেন দলটির সব ফুটবলাররা।
এবারের আন্তর্জাতিক বিরতিতে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হবে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দলগুলোকে। দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য কাতার বিশ্বকাপ বাছাইয়ের ২ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো শিশু হলেই শুরু হবে তাদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই তথা কোপা আমেরিকা।
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে এবার চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা থাকা কোপা আমেরিকার পূর্বে আগামী ৩ জুন (বাংলাদেশ সময় ৪ জুন সকাল ৬ টায়) নিজেদের ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এর দিন পাঁচেক পর অর্থ্যাৎ ৮ জুন (বাংলাদেশ সময় ৯ জুন সকাল ৫ টায়) কলম্বিয়ায় খেলতে যাবে লিওনেল মেসির দল।
বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচ খেলে আগামী ১৩ জুন থেকে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকার মিশন। যেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ চিলি। এছাড়া গ্রুপের অন্যান্য দলগুলো হলো উরুগুয়ে, বলিভিয়া এবং প্যারাগুয়ে। - স্পোর্টসজোন২৪