হলুদ কার্ড পেলেন নেইমার; মিস করলেন পেনাল্টিও

ফুটবল দুনিয়া May 24, 2021 735
হলুদ কার্ড পেলেন নেইমার; মিস করলেন পেনাল্টিও

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতে নিয়েছে লিল। লিগের শেষ রাউন্ডে লিলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামে পিএসজি। ব্রেস্টকে হারানোর পর পিএসজির পয়েন্ট দাঁড়ায় ৮২। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে জয় পায় লিল। ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় ৮৩। ১ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা জিতে লিল।


শেষ ম্যাচে গতরাতে ব্রেস্টকে ২-০ গোলে হারায় পিএসজি। দুই গোলের প্রথমটি ছিল আত্মঘাতী। আর দ্বিতীয় গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোলের সুযোগ পেয়েছিলেন পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমারও। তবে ম্যাচের ১৯তম মিনিটে তার করা পেনাল্টি শটটি চলে যায় গোলপোস্টের বাইরে।


দিনটি ভালো যায়নি নেইমারের। পেনাল্টি মিসের পাশাপাশি ম্যাচের ৩৩তম মিনিটে দেখেছেন হলুদ কার্ডও। - কালের কন্ঠ অনলাইন