আর্জেন্টিনায় লকডাউন, শঙ্কায় কোপা আমেরিকা

ফুটবল দুনিয়া May 22, 2021 719
আর্জেন্টিনায় লকডাউন, শঙ্কায় কোপা আমেরিকা

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সরকার। এতে ১০ দিনের জন্য স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনা লিগের প্লে-অফগুলো। এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকার ওপরও।


করোনাভাইরাসের কারণেই গত মার্চে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হয়ে যায়। বিরতি শেষে আগামী জুনের শুরুতে আবারও তা মাঠে গড়াতে যাচ্ছে। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হওয়ার কথা তাদেরই মাঠে। চার দিন পর লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা খেলবে কলম্বিয়ায়।


এরপর ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো আসর হওয়ার কথা ছিল দুই দেশে; আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। ২৮ ম্যাচের ১৩টি আর্জেন্টিনায় ও ফাইনালসহ বাকি ১৫টি হওয়ার কথা ছিল কলম্বিয়ায়।


কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন দিনে দিনে বড় আকার ধারণ করায় দেশটি থেকে ম্যাচগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত শুক্রবার জানায় কনমেবল কর্তৃপক্ষ। সহ-আয়োজকদের পরিস্থিতি বিবেচনায় কদিন আগে এককভাবে আসরটি আয়োজনের প্রস্তাবও দিয়েছিল আর্জেন্টিনা।


যদিও কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে তাদের অবস্থা ভালো নয়। দেশটিতে ইতোমধ্যে করোনাভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছে ৭২ হাজার ৬৯৯ জন। চলতি সপ্তাহের শুরুর দিকে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়। – গোল ডটকম/ বিডিনিউজ/ আমাদের সময়