বিশ্বব্যাপি ক’রোনাভা’ইরাস পরিস্থিতির কারণে এবার কোপা আমেরিকার আসরে লাতিন আমেরিকার বাইরের কোনও দলই অংশ নিচ্ছে না। ১০ দল নিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। গেল বছর জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল কোপা আমেরিকা।
কিন্তু কোভিড-নাইনটিন প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়। এদিকে এবারই ১০৫ বছরের ইতিহাসে প্রথম আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হতে যাচ্ছে খেলা। আগামী ১১ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা আসরটি। আগামী ১৩ জুন বুয়েন্স আইরেসে উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।
‘এ’ গ্রুপে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে আছে বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, পেরু ও অপর স্বাগতিক দল কলম্বিয়া। দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।
• চলুন একনজরে দেখে নেওয়া যাক কোথায়, কবে, কোন সময় খেলা হচ্ছে…
গ্রুপ পর্ব
১৩ জুন আর্জেন্টিনা-চিলি, বলিভিয়া-প্যারাগুয়ে।
১৪ জুন ব্রাজিল-ভেনেজুয়েলা, কলম্বিয়া-ইকুয়েডর।
১৭ জুন চিলি-বলিভিয়া, আর্জেন্টিনা-উরুগুয়ে।
১৮ জুন কলম্বিয়া-ভেনেজুয়েলা, পেরু-ব্রাজিল।
২০ জুন উরুগুয়ে-চিলি, আর্জেন্টিনা-প্যারাগুয়ে।
২১ জুন ভেনেজুয়েলা-ইকুয়েডর, কলম্বিয়া-পেরু।
২৩ জুন বলিভিয়া-উরুগুয়ে, চিলি-প্যারাগুয়ে।
২৪ জুন ইকুয়েডর-পেরু, কলম্বিয়া-ব্রাজিল।
২৭ জুন আর্জেন্টিনা-বলিভিয়া, উরুগুয়ে-প্যারাগুয়ে।
২৮ জুন ইকুয়েডর-ব্রাজিল, ভেনেজুয়েলা-পেরু।
নক আউপ পর্ব
কোয়ার্টার-ফাইনাল: ১, জুলাই ২: নাম্বার ২ গ্রুপ এ বনাম নাম্বার ২ গ্রুপ বি
কোয়ার্টার-ফাইনাল: ২, জুলাই ২: নাম্বার ১ গ্রুপ এ বনাম নাম্বার ৪ গ্রুপ বি
কোয়ার্টার-ফাইনাল: ৩, জুলাই ৩: নাম্বার ২ গ্রুপ বি বনাম নাম্বার ৩ গ্রুপ এ
কোয়ার্টার-ফাইনাল: ৪, জুলাই ৩: নাম্বার ১ গ্রুপ বি বনাম নাম্বার ৪ গ্রুপ এ
সেমিফাইনালে ১:
জুলাই ৫: কোয়ার্টার-ফাইনাল ১ জয়ী বনাম কোয়ার্টার-ফাইনালের ২ জয়ী
সেমিফাইনালে ২:
জুলাই ৬: কোয়ার্টার-ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার-ফাইনালের ৪ জয়ী
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ:
জুলাই ৯: সেমিফাইনালে হার ১ বনাম সেমিফাইনালে হার ২
ফাইনাল:
জুলাই ১০: সেমিফাইনালে জয়ী ১ বনাম সেমিফাইনালে জয়ী ২।
সূত্রঃ স্পোর্টসজোন২৪