ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য জার্মানির চমকে ভরা দল ঘোষণা

ফুটবল দুনিয়া May 20, 2021 633
ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য জার্মানির চমকে ভরা দল ঘোষণা

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য জার্মানির স্কোয়াডে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার থমাস মুলার ও বরুসিয়া ডর্টমুন্ড ডিফেন্ডার ম্যাট হামেলস। এই দুই তারকাকে নিয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন জার্মান কোচ জোয়াকিম লো।


এর আগে ২০১৯ সালের মার্চে জানিয়েছিলেন, মুলার-হামেলসকে পুনরায় নির্বাচনের কোনো ইচ্ছে তার নেই। ৩১ বছর বয়সী মুলার বুন্দেসলিগার চলতি মৌসুমে বায়র্নকে শিরোপা জেতানোর মিশনে ১৮ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ১১ গোল।


অন্যদিকে ডর্টমুন্ডের হয়ে জার্মান কাপ জিতেছেন ৩২ বছর বয়সী হামেলস। কোচ লোর ডাক পেয়ে মুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আবার ফিরলাম’। আর হামেলস লিখেছেন, ‘ফিরে আনন্দিত। সত্যি নতুন অধ্যায় শুরু করতে চাই। ’


গত বছরের নভেম্বরে নেশনস লিগে প্রতিযোগিতামূলক ম্যাচে বড় হার দেখে জার্মানি। স্পেনের বিপক্ষে তারা বিধ্বস্ত হয়েছিল ৬-০ গোলে। সেই হারের পর দল নিয়ে নতুন করে ভাবনা শুরু করেন কোচ লো।


ইউরোতে জার্মানি পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ফ্রান্স, হাঙ্গেরি ও পর্তুগাল। করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়ায় এবারের আসর শুরু হবে ১১ জুন। পর্দা নামবে ১১ জুলাই।


• জার্মানির ২৬ জনের স্কোয়াড


গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, কেভিন ট্রাপ, বার্নাদ লেনো


ডিফেন্ডার: আন্তনিও রুদিগার, ম্যাট হামেলস, ম্যাথিয়াস জিন্টার, নিকলাস সুয়েলে, এমরে কেন, লুকাস ক্লসটারমান, রবিন গোসেনস, রবিন কোচ, ক্রিস্টিয়ান গানটার, মার্সেল হালসটেনবার্গ


মিডফিল্ডার: জশুয়া কিমিচ, ইলকে গুন্দোগান, কাই হাভার্ৎজ, টনি ক্রুস, লিওন গোরেৎশকা, লেরয় সানে, জোনাস হফম্যান, ফ্লোরিয়ান নিউহাস, জামাল মুসিয়ালা


ফরোয়ার্ড: সের্গে নাব্রি, থমাস মুলার, টিমো ওয়ার্নার, কেভিন ভোলান্দ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪