অবিশ্বাস্য গোল করে দলকে জেতালেন লিভারপুল গোলকিপার

ফুটবল দুনিয়া May 17, 2021 911
অবিশ্বাস্য গোল করে দলকে জেতালেন লিভারপুল গোলকিপার

লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য এক মুহুর্ত উপহার দিয়েছে। ম্যাচের ৯৪ মিনিটে হেডে গোল দিয়ে দলকে ২-১ গোলের মহামূল্যবান এক জয়ে এনে দিয়েছে। সেই সাথে তিন পয়েন্ট অর্জনের সাথে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল।


এদিন পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল লিভারপুল। অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারছিল না, তবে যোগ করা সময়ে ত্রাতা হয়ে এলেন গোলরক্ষক অ্যালিসন।


তার গোলেই ওয়েস্ট ব্রমউইচকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলার আশা বাঁচিয়ে রাখল ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের কোন গোলরক্ষকের পক্ষে এইটিই প্রথম গোল।


ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। রবসন কানু ওয়েস্ট ব্রুমউইচকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ সালাহ। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন আলিসন।


লিভারপুল প্রিমিয়ার লিগের মুকুট হারিয়েছে আগেই। ওয়েস্ট ব্রমউইচের মাঠে শঙ্কা জেগেছিল পয়েন্ট খোয়ানোর। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।


সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৬৬। লিগের বাকি মাত্র দুই রাউন্ডের খেলা। - স্পোর্টসজোন২৪