করোনার মধ্যেও লিওনেল মেসির পেছনে বার্সেলোনার খরচের অঙ্কটা রীতিমতো অবিশ্বাস্য। আগামী জুনে শেষ হতে যাওয়া চার বছরের চুক্তিতে সব মিলিয়ে মেসির আয় হবে প্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা।
৩০ পৃষ্ঠার চুক্তিপত্রের খুঁটিনাটি খতিয়ে দেখে শনিবার রাতে বোমা ফাটানো প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো।
২০১৭ সালে চার বছরের নতুন চুক্তির সময় সাইনিং বোনাস হিসেবে ১৫.২ মিলিয়ন ইউরো পেয়েছিলেন মেসি। দীর্ঘদিন একই ক্লাবে খেলায় আনুগত্য বোনাস হিসেবে যোগ হয় আরও ৭৮ মিলিয়ন ইউরো। এর বাইরে বছরে নির্ধারিত বেতন ১১৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে শুধু ক্লাব থেকেই মেসির বার্ষিক আয় ১৩৮ মিলিয়ন ইউরোর বেশি।
চার বছরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেছনে বার্সার মোট ব্যয় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা।
সূত্রঃ যুগান্তর অনলাইন