ফিফার ‘টিম অব দ্য ইয়ার’ ঘোষণা, নেই মেসি-নেইমার

ফুটবল দুনিয়া January 23, 2021 564
ফিফার ‘টিম অব দ্য ইয়ার’ ঘোষণা, নেই মেসি-নেইমার

ফিফা ২১ টিম অব দ্য ইয়ারে এবার জায়গা হয়নি বর্তমান বিশ্বের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের। তবে তারা জায়গা না পেলেও ঠিকই নিজের স্থান পাকা করে নিয়েছেন আরেক সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।


নিজের সহজাত পজিশন লিফট উইংয়ে আছেন রোনালদো। রাইট উইংয়ে মেসিকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এই দুই তারকার সাথে আক্রমনভাগের মধ্যমনি হয়ে আছেন গত মৌসুমে সবচেয়ে ভালো পারফর্ম করা রবার্ট লেভানদোস্কি।


এছাড়া মাঝমাঠে জায়গা করে নিয়েছেন কেভিন ডি ব্রুইন, জসুয়া কিমিখ এবং ব্রুনো ফার্নান্দেজ। আর রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন আলফোনসো ডেভিস, সার্জিও রামোস, ভার্জিল ভ্যান ডাইক এবং ট্রেন্ট-আলেকজান্ডার আরনল্ড। গোলপোস্টে আছেন ম্যানুয়েল ন্যয়ার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪