চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর কে কার মুখোমুখি দেখে নিন

ফুটবল দুনিয়া December 14, 2020 985
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর কে কার মুখোমুখি দেখে নিন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২০-২০২১ মৌসুমের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। শেষ ষোলোয় এবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইনকে।


এক নজরে দেখে নিন এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় কোন দল কার বিপক্ষে খেলবে:


বরুসিয়া মুনশেন গ্লাডবাখ – ম্যানচেস্টার সিটি

লাজিও – বায়ার্ন মিউনিখ

অ্যাটলেটিকো মাদ্রিদ – চেলসি

আরবি লাইপজিগ – লিভারপুল

পোর্তো – জুভেন্টাস

বার্সেলোনা – পিএসজি

সেভিয়া – বরুসিয়া ডর্টমুন্ড

আটালান্টা – রিয়াল মাদ্রিদ


সূত্রঃ স্পোর্টসজোন২৪