ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত চূড়ান্ত তালিকা প্রকাশ

ফুটবল দুনিয়া December 12, 2020 963
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত চূড়ান্ত তালিকা প্রকাশ

ক’রোনার কারনে চলতি বছরের ব্যালন ডি অর পুরস্কার না দেওয়ার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছিলো ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। যদিও সেই পথে হাটেনি ফিফা। তাদের বর্ষসেরা পুরস্কার তথা দ্য বেস্ট ঠিকই প্রদান করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই লক্ষ্যে এবার ১১ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে চুড়ান্তভাবে ৩ জনের তালিকা প্রকাশ করে ফেললো সংস্থাটি।


বিগত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানদোস্কি স্বাভাবিকভাবেই আছেন ২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের দৌড়ে।


তার সঙ্গে লড়াইয়ে আরও আছেন সময়ের সেরা ফুটবলারদের কাতারে থাকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।


ব্যক্তিগত কিংবা দলীয় অর্জনের কথা বিবেচনায় নিলে গত মৌসুমের সবচেয়ে মূল্যবান ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা ফরওয়ার্ড রবার্ট লেভানদোস্কি।


গত মৌসুমের সম্ভাব্য দলীয় প্রায় সকল ট্রফিই জিতেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের এই সাফল্যগাথায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লেভানদোস্কি।


অপরদিকে ব্যক্তিগত নৈপুণ্যে দারুন উজ্জ্বল ছিলেন বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় যায়গা করে নেয়া অন্য দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোও।


সূত্রঃ স্পোর্টসজোন২৪