এই ম্যাচে মাঠে নামার আগেই এবারের চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইউরোপের দুই জায়ান্ট বার্সেলোনা ও জুভেন্টাস। দুই দলের আজকের লড়াই অনেকটা নিয়মরক্ষার; কেননা আজকের ম্যাচে জুভেন্টাস জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্ৰুপ পর্ব শেষ করার সম্ভাবনা আছে প্রবল।
বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। সবকিছু ছাপিয়ে আজকের ম্যাচের মূল আকর্ষণ হিসেবে উঠে আসছে বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার মেসি এবং রোনালদোর দৈরথ।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুজনের দ্বৈরথ দেখা গেছে হরহামেশাই। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে অন্যরকম উত্তাপ ছড়াতো মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা।
কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। রিয়ালের সাথে ৯ মৌসুমের সম্পর্ক চুকিয়ে পর্তুগিজ উইঙ্গার ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিলে আর হয়ে ওঠেনি তাদের লড়াই।
তাদের মুখোমুখি লড়াইয়ে মেসি জিতেছেন ১৬টি এবং রোনালদো ১০টি। এমনকি চ্যাম্পিয়নস লিগেও পাঁচবার তাদের দেখা হয়েছে, যেখানে দুজনই দুটি করে জয়ের দেখা পেয়েছেন। সবশেষ সাক্ষাৎ হয়েছে ২০১৮ সালের ৬ মে, ২-২ গোলে ড্রর ওই ম্যাচে গোল করেছিলেন মেসি-রোনালদো দুজনেই।
সবকিছু পেছনে ফেলে এই ম্যাচ হতে যাচ্ছে শুধু মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার। বহু প্রতিক্ষীত পুনর্মিলন শেষে কার মুখে হাসি ফোটে, তা দেখার অপেক্ষায় দুই সেরা ফুটবলারের ভক্তরা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪