কাতারের রাজধানী দোহায় অবস্থিত আবদুল্লাহ বিন নাসের খলিফা স্টেডিয়ামে শুক্রবার রাতে কাতারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। স্টেডিয়ামে বসে বাংলাদেশ-কাতারের মধ্যকার এই ম্যাচ উপভোগ করেছেন স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ।
ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরা বেশ কয়েকবারই গ্যালারির বিভিন্ন জায়গায় ঘুরে আসছিল। হঠাৎ, কিছুক্ষণের জন্য ভিআইপি গ্যালারিতে আটকে যায় টিভি ক্যামেরার চোখ। স্থির থাকে একটি চেহারার ওপর। তিনি আর কেউ নন। জাভি হার্নান্দেজ। বার্সার সাবেক অধিনায়ক, লিওনেল মেসি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজদের সতীর্থ, স্পেনের বিশ্বকাপ এবং দুটি ইউরোজয়ী তারকা।
এই কাতারকে ২০১৫ সাল থেকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বানিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনার জার্সি শো’ কেসে তুলে রাখার পর ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর তিনি খেলেছেন কাতারের ক্লাব আল সা’দে। ২০১৯ সাল থেকে এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
এদিন খেলায় স্বাভাবিকভাবেই একাধিপত্য বিস্তার করে খেলছিল স্বাগতিক কাতার। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছে আগামী বিশ্বকাপের স্বাগতিকরা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪