মেসির উদযাপনে জরিমানার কবলে বার্সেলোনা

ফুটবল দুনিয়া November 30, 2020 1,102
মেসির উদযাপনে জরিমানার কবলে বার্সেলোনা

লিগ ম্যাচে গতকাল ওসাসুনার বিপক্ষে গোল করে সদ্য প্রয়াত ম্যারাডোনাকে স্মরণ করেন বার্সেলোনা দলপতি লিওনেল মেসি। মেসির এমন কাণ্ডে এবার ৩ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সাকে।


ম্যারাডোনার মৃত্যুতে ভেঙে পড়েন মেসি। যা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া তার স্ট্যাটাসেই বেশ বোঝা গেছে। এর মধ্যে ম্যারাডোনার মৃত্যুর পর গতকাল প্রথমবারের মতো মাঠে নামে মেসি। নেমেই দুর্দান্ত এক গোল করে স্বদেশী কিংবদন্তিকে স্মরণ করেন এই বার্সা সুপারস্টার।


গোল করার পর নিজের বার্সার জার্সি খুলে নিওয়েলসের একটি ১০ নাম্বার জার্সি পড়ে আকাশের দিকে হাত উঁচিয়ে ম্যারাডোনার উদ্দেশ্যে নিজের ভালোবাস প্রকাশ করেন এই ক্ষুদে জাদুকর।


মেসির এমন উদযাপনের কারনে এবার জরিমানার মুখে বার্সেলোনা। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন সময়ে জার্সি খুলে কোন চিহ্ন, প্রতীক, ছবি, লোগো, শ্লোগান জনসম্মুখে আনলে উক্ত খেলোয়াড়ের ক্লাবকে জরিমানা গুনতে হবে। স্প্যানিশ ফুটবলেও এই নিয়ম চালু থাকায় জরিমানা দিতেই হবে বার্সাকে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪