পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফুটবল দুনিয়া November 17, 2020 1,386
পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন অঞ্চলের ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬.৩০ মিনিটে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল মেসিরা।


বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ জিতলেও সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের সাথে ঘরের মাঠে ড্র করে পয়েন্ট হারায় আলবেসিলেস্তেরা। কালকের ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে লিওনেল স্কালোনির দল।


পেরুর মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য আর্জেন্টিনা একাদশ কেমন হবে সেটা নিশ্চিত করেছেন স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার একাদশ নিশ্চিত করেছেন তিনি।


• আর্জেন্টিনার একাদশ


গোলরক্ষক


আর্মানি


রক্ষণভাগ


মন্টিয়েল, মার্তিনেজ কোয়ার্তা, ওটামেন্ডি, ট্যাগলিয়াফিকো


মধ্যমাঠ


রোদ্রিগো ডি পল, পারেদেস, লো সেলসো


আক্রমণভাগ


নিকোলাস গনজালেজ, মেসি, লাউটারো মার্তিনেজ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪