গত শুক্রবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ও শেষ ম্যাচে বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোকাবিলা করবে বাংলাদেশ ও নেপাল। এদিন খেলা ড্র হলে বাংলাদেশ সিরিজ জিতবে ১-০ ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে আরো বেশি গুরুত্ব দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলকে ২-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের দেশ।
মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে গতকাল ১৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে কি ঘটেছে সেটি আমরা ভুলে যেতে চাই। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আমরা খুবই মনোযোগী। - আমাদের সময়