বিশ্বকাপ মিশনে আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফুটবল দুনিয়া November 17, 2020 713
বিশ্বকাপ মিশনে আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

বাছাইপর্বের প্রথম তিন ম্যাচ জিতে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রেখেছে ব্রাজিল। যদিও এবার সেই রেকর্ডে ছেদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে যে এবার শক্তিশালী উরুগুয়ে!


বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫ টায় উরুগুয়ের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে লড়বে খেলবে ব্রাজিল। এই ম্যাচে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই তিতের দল। কেননা একে একে ইনজুরির কারনে বাদ পড়েছেন নামীদামী তারকারা।


উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচের আগে ইনজুরি আর ক’রোনার কারণে জর্জরিত ব্রাজিল দল পাচ্ছেনা নেইমার, ক্যাসমিরো, কৌতিনহো, পেড্রো, ফ্যাবিনহোর মত তারকাদের।


কালকের ম্যাচে তাই বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখিই হতে হবে ব্রাজিলকে। যে লড়াইয়ে জিতলে কাতারের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে সেলেকাওরা। - স্পোর্টসজোন২৪