আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে নামছে ব্রাজিল

ফুটবল দুনিয়া November 13, 2020 1,374
আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে নামছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার (১৪ নভেম্বর) মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।


কোভিডের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে যাওয়ার তালিকায় নতুন যুক্ত হয়েছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেনিনো। সেরা স্কোয়াড না পেলেও, জয়ের প্রত্যাশাই করছেন ব্রাজিল কোচ তিতে। সাও পাওলোর এস্তাদিও দো মোরুম্বিতে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।


কোভিড আর ইনজুরি, এই দুইয়ে বিপর্যস্ত ব্রাজিল স্কোয়াড। নেইমার-কৌতিনহো-ক্যাসেমিরোসহ ৬ ফুটবলার ছিটকে গেছেন আগেই। তালিকা হয়েছে দীর্ঘ। করোনা নেগেটিভ হয়ে ক্যাম্পে যোগ দিলেও, ম্যাচের আগে করা টেস্টে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেনিনোর শরীরে শনাক্ত হয় কোভিড।


দলের গুরুত্বপূর্ণ সদস্যদের হারালেও বিচলিত নন ব্রাজিল কোচ তিতে। মেনিনোর বদলি হিসেবে এখনো কাউকে দলে ডাকেননি। তবে ভেনেজুয়েলার বিপক্ষে কেমন হবে একাদশ, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দিয়েছেন তার আভাস।


ইনজুরি থেকে সেরে উঠলেও একাদশে ফিরতে গোলরক্ষক অ্যালিসনকে অপেক্ষা করতে হবে। গোলপোস্টে এডারসনেই ভরসা তিতের। অ্যালান, এভারটন, গ্যাব্রিয়েল জেসুসরাও খেলবেন মূল একাদশে। ইনজুরি আর কোভিড নিয়ে কিছুটা বিপাকে থাকলেও, ম্যাচের আগে দলের ইতিবাচক মানসিকতার বার্তাই দিলেন স্বাগতিক কোচ।


সূত্রঃ সময় টিভি