ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো রিয়াল

ফুটবল দুনিয়া November 9, 2020 804
ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো রিয়াল

ভালো শুরুর পরও বড় হার নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আর পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ভ্যালেন্সিয়া। রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এবারের লিগে শিরোপাধারীদের এটা দ্বিতীয় হার, শেষ চার ম্যাচে দ্বিতীয়।


রাফায়েল ভারানের আত্মঘাতী গোলের আগে-পরে জিনেদিন জিদানের দল হজম করেছে তিনটি পেনাল্টি গোল। কার্লোস সোলেরের হ্যাটট্রিকে অসাধারণ এক জয়ের আনন্দে ভাসলো ভালেন্সিয়া। হারের মাধ্যমে এই মাঠে রিয়ালের টানা ব্যর্থতার তালিকাটা আরেকটু লম্বা হলো। লিগের ২০১৮-১৯ আসরে এখানে ২-১ গোলে হারের পর গত মৌসুমে ১-১ ড্র করে ফিরেছিল মাদ্রিদের দলটি।


ম্যাচের শুরু থেকে রিয়ালের খেলা ছিল বেশ গোছানো। আক্রমণে ছিল পরিকল্পনার ছাপ। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। বেনজেমা-আসেনসিওদের চাপেও ভালেন্সিয়ার রক্ষণ ছিল শান্ত, দ্রুত বল ক্লিয়ার না করে বরং ছোট ছোট পাসে আক্রমণে ওঠার চেষ্টায় ছিল স্বাগতিকরা।


বেনজেমার নৈপুণ্যে ২৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর ব্যাকপাস ধরে জায়গা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ভালেন্সিয়ার হুগো গিয়ামসনের পায়ে লেগে বল কিছুটা দিক পাল্টানোয় খুব বেশি কিছু করার সুযোগ ছিল না গোলরক্ষকের।


৩৫তম মিনিটে ঘটনাবহুল পেনাল্টি গোলে সমতা টানেন সোলের। ৪৩তম মিনিটে আবারও এগিয়ে যায় ভালেন্সিয়া। ডান দিক থেকে মাক্সি গোমেসের ছয় গজ বক্সে বাড়ানো ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ভারানে। বল ফরাসি ডিফেন্ডারের পায়ে লেগে একটু ওপরে উঠে গিয়েছিল।


দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৯ মিনিটের ব্যবধানে আরও দুটি পেনাল্টি গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে চ্যাম্পিয়নরা। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। - অনলাইন